আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতের বেলা। দিনের কর্ম ব্যস্ততা, সূর্যের আলোর প্রভাব আর ধুলাবালির কারণে আমাদের ত্বক হয়ে যায় ড্যামেজড। আর এই ড্যামেজ রিপায়েরিং এর জন্য দরকার নাইট টাইম স্কিন কেয়ার। কেননা আমাদের ত্বকের যে রিপেয়ারিং ক্ষমতা আছে, তা সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতেই। তাই রাতের স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম থাকা খুবই জরুরি। তাই আজকে আমরা জানব ৫টি নাইট ক্রিম এর কথা, যা আমাদের ত্বককে করবে কোমল এবং উজ্জ্বল।
1. SOME BY MI Yuja Niacin Brightening Sleeping Mask
ইউজা হচ্ছে এক ধরনের সিটরাস বা অম্ল জাতীয় ফল, যা কোরিয়াতে বিশেষ ভাবে প্রচলিত। আর এই ইউজা নির্যাস থেকে তৈরি হয়েছে এইব্রাইটেনিং স্লিপিং মাস্ক, যা নাইট ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়। আর ফেইস ক্রিমটির নাম শুনেই বুঝা যাচ্ছে, ত্বক উজ্জ্বল করতে এটি বিশেষ ভাবে কার্যকরী।
কী কী উপাদান আছে এতে?
এই ব্রাইটেনিং স্লিপিং মাস্কে আছে প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন উপাদানের নির্যাস এবং অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস হলো-
- ইয়ুজা এক্সট্র্যাক্ট (৭০%)
- নিয়াসিনামাইড
- জোজোবা সিড অয়েল
- আরবুটিন
- বায়োটিন
- পিপারমেন্ট লিফ অয়েল
- ১২ প্রকার মাল্টি ভিটামিন

ক্রিমটির কার্যকারিতা
- ক্রিমটিতে থাকা ইউজা এক্সট্র্যাক্ট ত্বককে করে উজ্জ্বল এবং এর অ্যান্টি-রিংকেল প্রোপার্টিজ ত্বকের ফাইনলাইনস এবং রিংকেল দূর করতে কার্যকরী।
- নিয়াসিনামাইড ত্বকের হাইপারপিগমেন্টেশন কমাতে এবং পোরস ছোট করতে কার্যকরী। এই ক্রিমে থাকা নিয়াসিনামাইড ত্বকের ডার্ক স্পট কমিয়ে ত্বকের আনইভেন টোন দূর করে।
- জোজোবা সিড অয়েল ত্বকের স্কার বা কালো দাগ দূর করে এবং ত্বককে করে উজ্জ্বল।
- আরবুটিনে আছে সান প্রোটেকশন প্রোপার্টিজ, যা সূর্যের আলোর সংস্পর্শ থেকে ত্বককে সুরক্ষা দেয় এবং ত্বককে উজ্জ্বল করে।
- এই ফেইস ক্রিমে থাকা পিপারমিন্ট অয়েলে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টিজ আছে, যা ত্বকে পিম্পল কিংবা একনে হওয়া থেকে বিরত রাখে।
- এতে থাকা বায়োটিন ত্বককে হেলদি রাখতে সাহয্য করে।
ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে আপনার নাইট টাইম স্কিন কেয়ারে রাখতে পারেন এই প্রোডাক্টটি।
2. Mamaearth Overnight Repair Face Cream
মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিম স্কিন রিপেয়ারিং এর জন্য রাতের ফেইস ক্রিম হিসেবে মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিমটি খুবই ভালো একটি অপশন।
কী কী উপাদান আছে এতে?
সিলিকন এবং প্যারাবেন ফ্রি এই ফেইস ক্রিমটিতে আছে আমাদের ত্বকের জন্য উপকারী দারুণ সব ইনগ্রিডিয়েন্টস। যেমন-
- শিয়া বাটার
- অ্যালমন্ড অয়েল
- ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট
- স্যাফরন এক্সট্র্যাক্ট
- গ্লিসারিন
- অ্যাকুয়া

ক্রিমটির কার্যকারিতা
- এই ফেইস ক্রিমটিতে থাকা শিয়া বাটারে আছে ভিটামিন-ই, যা ত্বককে করে উজ্জ্বল এবং মসৃণ। আর শিয়া বাটারের অ্যান্টি ব্যাকটরিয়াল প্রোপার্টিজ ত্বককে ব্রণ কিংবা একনের মতো সমস্যা থেকে দূরে রাখে।
- নাইট ক্রিমটিতে থাকা অ্যালমন্ড অয়েল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ত্বকের আনইভেন টোন দূর করার পাশাপাশি ত্বক ব্রণ মুক্ত রাখতেও অ্যালমন্ড অয়েল খুবই উপকারী।
- ত্বকের পরিচর্যায় স্যাফরন বা জাফরানের জুড়ি নেই। নাইট ক্রিমটিতে থাকা স্যাফরন এক্সট্র্যাক্ট ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং স্পট রিমুভিং এ কাজ করে থাকে।
- ডেইজি ফুলের নির্যাসে আছে মেলানিন প্রতিরোধক গুণ, যা ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপাদন কমিয়ে দেয়।
- ত্বককে সফট এবং হাইড্রেটেড রাখতে এই ফেইস ক্রিমটিতে রয়েছে গ্লিসারিন।
যারা ত্বকের যত্নে সুদিং স্মেল এবং লাইট ফর্মুলা পছন্দ করেন তাদের জন্য এই ফেইস ক্রিমটি খুবই ভালো একটি অপশন।
3. The Body Shop Vitamin E Night Cream
নাইট ক্রিম হিসেবে ‘দ্য বডি শপ ভিটামিন ই নাইট ক্রিম’ দারুণ কার্যকরী। এবার জেনে নেওয়া যাক, এর উপাদান এবং কার্যকারিতা সম্পর্কে।
কী কী উপাদান আছে এতে?
সব ধরনের ত্বকের জন্য স্যুটেবল এই নাইট ক্রিমটিতে আছে ত্বকের জন্য উপযোগী বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস। যেমন-
- ভিটামিন ই
- হায়ালুরনিক এসিড
- হুইট অয়েল
- কোকোয়া বাটার
- অ্যাকুয়া
- গ্লিসারিন
ক্রিমটির কার্যকারিতা
১। ভিটামিন ই যুক্ত এই ক্রিমটি খুবই হাইড্রেটেড একটি নাইট ক্রিম। এটি ত্বকের ময়েশ্চারকে লক করে এবং ইউভি ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষা দেয়।
২। ক্রিমটিতে থাকা হায়ালুরনিক এসিড ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের ফাইনলাইনস এবং রিংকেল দূর করতে সাহায্য করে।
৩। এতে থাকা হুইট যার্ম অয়েল আমাদের ত্বকের একনে, পিগমেন্টেশন এবং ডার্ক স্পট দূর করতে খুবই কার্যকরী।
৪। ক্রিমটিতে থাকা কোকোয়া বাটারে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড, যা আমাদের স্কিন ব্যারিয়ারকে ইম্প্রুভ করে এবং ইলাস্টিসিটি বাড়ায়। যা আমাদের ত্বককে করে সুন্দর এবং ময়েশ্চারাইজড।
৫। ক্রিমটির সব ইনগ্রিডিয়েন্টস ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে, যার ফলে ত্বক হয় উজ্জ্বল।
আর নন গ্রিসি ফর্মুলার এই নাইট ক্রিমটি সব স্কিন টাইপের জন্য স্যুটেবল।
4. Simple Kind To Vital Vitamin Night Cream
আমরা কমবেশি সবাই সিম্পল এর প্রোডাক্ট ব্যবহার করে থাকি, আর বাজেট ফ্রেন্ডলি হওয়ায় সবার খুবই পছন্দের। আর সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই নাইট ক্রিমে আছে ত্বকের জন্য বিভিন্ন উপাদান।

Est tenetur molestiae sed voluptatem Quo nulla optio sequi sit dolorem laborum. Commodi sint minus occaecati est asperiores Non dolores. Id dolores et rerum Reprehenderit voluptatibus sed modi hic.
Eligendi culpa cum sit fficiis inventore nulla non maiores culpa optio ducimus est ullam at nisi ea. Consequatur et culpa accusamus ea. Incidunt velit dicta doloremque repellat quo magnam
Harum et libero debitis ea aspernatur vel est. Vel ab enim eveniet earum
You would want to ensure the plugin is installed and activated for the section to be visible.
In odit sunt sed. Maiores tempora ut ducimus accusantium. Aut voluptatibus et quidem quibusdam ea nisi